আজ পি.চিদম্বরমের জামিনের ব্যাপারে বিশেষ আবদনের শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। কিন্তু সকালেই সুপ্রিম কোর্ট জানায় যে তালিকাভুক্তই হয়নি চিদম্বরমের জামিনের মামলা। তাই সেই মামলার আজ শুনানি হওয়া সম্ভব নয়। তবে বাকি দুটি পিটিশনের পরিপ্রেক্ষিতে শুনানি হবে বলে জানানো হয়েছে।
বুধবার রাতে গ্রেফতারির পর জামিনের ব্যাপারে একটি বিশেষ আবেদন করেছিলেন পি. চিদম্বরম। কিন্তু সোমবার আদালতের কাজ শুরু হওয়ার পরেই বিচারপতি জানিয়ে দেন যেহেতু চিদম্বরমের এই বিশেষ আবেদনের ব্যাপারে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কোনও নির্দেশ দেননি, তাই এই মামলা তালিকায় তোলা হয়নি। ফলে আজ এই মামলার শুনানি হওয়া সম্ভব নয়।
Be the first to comment