আজ লালকেল্লায় ৭৩ তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করার পর তিন তালাক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,‘‘আমাদের মুসলিম মা -বোনদের ওপর এই তিন তালাক খাঁড়া হিসেবে ব্যবহার করা হয় ৷ এর ফলে ওঁরা নিজেদের জীবন স্বাধীনভাবে ব্যবহার করতে পারতেন না ৷ প্রচুর মুসলিম দেশে এটা নিষিদ্ধ এবং বহু আগে ব্যবহৃত হত ৷ তবে কোনও অজানা কারণে ভারত থেকে এটা উৎখাত করা হয়েছে ৷ আমরা যদি সতী-র বিরুদ্ধে নিজের গলা তুলতে পারি তাহলে তিন তালাকের বিরুদ্ধে নয় কেন ৷ ’’
এছাড়াও তিনি বলেন, সাম্প্রতিক জল সঙ্কট নিয়েও দেশের মানুষদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ বলেছেন জল জীবন মিশনের জন্য ৩.৫ লক্ষ কোটি টাকা ব্যবহার হবে ৷ ‘‘আজ লালকেল্লা থেকে আমি জানাচ্ছি আমরা জল জীবন মিশল শুরু করব যাতে কোনও মানুষের পানীয় জলের সমস্যা না থাকে ৷ রাজ্য ও কেন্দ্র একসঙ্গে কাজ করবে , আর আমরা এর জন্য ৩.৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছি ৷
Be the first to comment