রোজদিন ডেস্ক :- শনিবার ষষ্ঠ দফার নির্বাচন শুরু তার আগে শুক্রবার রাতে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। মৃতের নাম শেখ মইবুল (৪২)। তাঁর বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৫ জন আটক হয়েছেন বলে সূত্রের খবর।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই তৃণমূল নেতার। পরে তা কার্যত সংঘর্ষের আকার ধারণ করে। বিজেপি কর্মীরা মইবুলকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তমলুকে রেফার করা হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
তৃণমূল যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে বিজেপি। নিজেদের গোষ্ঠী দন্ধের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে পাল্টা দাবি তাঁদের। লোকসভা ভোটের পঞ্চম দফা পর্যন্ত বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও কোনও মৃত্যুর খবর আসেনি। তবে ষষ্ঠ দফা শুরুর আগেই এই তৃণমূল কর্মীর মৃত্যু ঘটনা উত্তেজনা বাড়িয়ে দিল রাজ্যে।
এর আগে বৃহস্পতিবার আবার নন্দীগ্রামে উত্তেজনা ছড়িয়েছিল বিজেপি মহিলা কর্মী খুনের ঘটনায়। তার রেশ যদিও এখনও বহাল। তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি শীর্ষ নেতারা ‘শেষ দেখে ছাড়ার’ হুঁশিয়ারিও দিয়ে দিয়েছেন। সব মিলিয়ে শেষ দু’দফা ভোটে বাংলায় শান্তি বজায় রাখতে অতিসক্রিয় নির্বাচন কমিশন।
Be the first to comment