ভারতে ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক। কর্ণাটকের পর এবার গুজরাটে। জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তির নমুনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি ধরা পড়েছে। গুজরাটের স্বাস্থ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে জামনগরে এক করোনা আক্রান্তের নমুনায় নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে।
গত বৃহস্পতিবার ৭২ বছর বয়সী ওই বৃদ্ধের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সেই নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হয়েছিল। এরপরই ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা জানা গিয়েছে। গুজরাটের হেলথ কমিশনার জয়প্রকাশ শিবারে এই খবর জানিয়েছেন। আগ আগে ভারতে দু জনের ওমিক্রন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
Be the first to comment