আজ শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। কি হবে চতুর্থ দফায়..?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১২ রাজ্যের এই ৩০ পুর এলাকাতেই দেশের ৭৯ শতাংশ কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তাই এই এলাকাগুলিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই ১২টি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ।
জানা গেছে, যে ৩০টি পুর এলাকা চিহ্নিত করা হয়েছে তাতে এই রাজ্যের দুটি এলাকা রয়েছে। কলকাতা ও হাওড়া। এছাড়া যে পুর এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে সেগুলি হল, বৃহন্মুম্বই, গ্রেটার চেন্নাই, আহমেদাবাদ, থানে, দিল্লি, ইন্দোর, পুনে, জয়পুর, নাসিক, যোধপুর, আগ্রা, তিরুভাল্লুর, ঔরঙ্গাবাদ, কুদ্দালোর, গ্রেটার হায়দরাবাদ, সুরাট, চেঙ্গালপাত্তু, আরিয়ালুর, কুর্নুল, ভোপাল, অমৃতসর, ভিল্লুপুরম, বদোদরা, উদয়পুর, পালঘর, বেরহামপুর, সোলাপুর ও মিরাট।
Be the first to comment