এবার ত্রিপুরায় যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের উপর হামলার অভিযোগ উঠল। শনিবার ত্রিপুরায় তাঁর গাড়িকে লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ। ফেসবুক লাইভে দেবাংশু জানান, যুব তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও সাহায্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিন লাইভ ভিডিয়োতে বিপ্লব দেবের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবাংশু। তাঁর লাইভ ভিডিয়োতে দেখা যায়, আঘাতে তাঁর গাড়ির কাঁচ ভেঙে পড়েছে। পুরো ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। পুলিশ পুরো বিষয়টি জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি।
https://www.facebook.com/DebangshuBhattacharyaOfficial/videos/352800706497434/
https://www.facebook.com/DebangshuBhattacharyaOfficial/videos/895014101095606/
লাইভে দেখা যায় মাথায় আঘাত পেয়ে মাটিতেই বসে পড়েন সুদীপ রাহা। এই ঘটনায় টুইট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘ত্রিপুরায় বিজেপির দুষ্কৃতীরা আসল রং দেখিয়ে দিয়েছে। এই বর্বর হামলা প্রমাণ করে সেখানে বিপ্লব দেবের সরকারের আমলে গুন্ডারাজ চলছে। আপনাদের হুমকি আক্রমণ শুধুমাত্র আপনাদের অমানবিকতা প্রমাণ করে। যা খুশি করুন, তৃণমূল নিজের জায়গা থেকে এক ইঞ্চি সরবে না।’
এদিকে এই হামলা প্রসঙ্গে পালটা তৃণমূলকেই তোপ দাগেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘কেউ হামলা করেনি। নাটক করছে তৃণমূল।’
Be the first to comment