রোজদিন ডেস্ক :- ঋতু পরিবর্তনের নিয়মানুযায়ী আষাঢ়-শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল। তবে আষাঢ়ের শুরু থেকেই বৃষ্টির দেখা সেভাবে দক্ষিণ বঙ্গবাসী পায়নি। তবে বলাই বাহুল্য উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির বহিঃপ্রকাশ আগেই ঘটেছে। তবে দক্ষিণ বঙ্গে বর্ষারানি যেনো লুকোচুরি খেলছে।
প্রচণ্ড তাপপ্রবাহের ফলে বঙ্গবাসী দহনজ্বালা থেকে কিছুটা নিষ্কৃতি পেয়েছে এই প্রাক বর্ষার বৃষ্টিতে । তবে বিক্ষিপ্ত ভাবে জায়গায় জায়গায় হচ্ছে বৃষ্টিপাত। কখনো আকাশের মুখ ভার, আবার খানিক বাদেই সুয্যি মামার দেখা মিলছে। তবে একথা ঠিক যে গরমের অস্বস্তি কিন্তু সেভাবে কমেনি। আবহাওয়ার পারদ খানিকটা কমেছে ঠিকই, কিন্তু গরমে হাঁসফাঁস অবস্থা এখনো কমেনি।
আজকের তাপমাত্রা ছিল প্রায় ৩১ ডিগ্রীর কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১শতাংশ। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। তাছাড়া অম্বুবাচী চলার জন্য বৃষ্টির সম্ভাবনা একটা থেকেই যায়। কিন্তু এবছর বৃষ্টির দেখা সর্বত্র সমানভাবে মেলেনি।
Be the first to comment