দলিত বিক্ষোভের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী

Spread the love

দলিত বিক্ষোভ নিয়ে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বি.আর.আম্বেদকরের দেখানো পথেই চলছেন তাঁরা। সমাজের পিছনের সারিতে থাকা মানুষের উন্নয়ন সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করছে। দলিত ইস্যুতে সরকারের ওপর চাপ জারি রেখেছে বিরোধীরা। প্রয়োজনে তফসিলি আইন সংশোধনের জন্য বাজেট অধিবেশনের সময়সীমা বাড়ানোর দাবি তুলেছে তারা।

দলিতদের বনধ, বিক্ষোভ ঘিরে হিংসায় ১০ জনের মৃত্যু। কিন্তু তাও মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এনিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অবশেষে দুদিন পর সংসদ ভবনের এক অনুষ্ঠানে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর দাবি, দলিতদের উন্নয়নে তাঁর সরকার যা করেছে তা অন্য কোনও সরকার করেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*