বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চলছে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে। সব্যসাচী বরাবরই মুকুল ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিকে গত দুদিন আগে তাঁর ক্লাবে আবারও আসেন বিজেপি নেতা মুকুল রায়। সেই নিয়ে আবার শুরু হয় জল্পনা। তবে এবার তা আর থেমে নেই একেবারে তাঁর বিরুদ্ধে জমা পড়ে গেল অনাস্থা। মেয়রের বিরুদ্ধেই অনাস্থা পেপারে সই করল ৩৫ জন কাউন্সিলর।
এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যারা তাকে সমর্থন করেছিল এখন তারাই তার বিরুদ্ধে অনাস্থা এনেছে কারণ তাদের মনে হয়েছে যে সে ঠিকঠাক মানুষের কাজ করছেনা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে। তিনি আরোও বলেন, বাজারে পদ্মের দাম খুব কম, মানুষ আর বিজেপিকে নেবেনা। সব্যসাচীকে খোঁচা দিয়ে তিনি বলেন, এই অবস্থায় সে তার পরামর্শদাতার পরামর্শ নিক। বিনা পয়সায় পরামর্শ নিলে ঐ হয়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস এতো দুর্বল নয়, যে বা যারা দলবিরোধী কার্যকলাপে যুক্ত হবে দল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।
Be the first to comment