বছরের শুরুতেই দিঘায় গিয়ে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাণিজ্য সম্মেলনের প্রথম দিন লগ্নি প্রস্তাবও উল্লেখযোগ্যভাবে।
• সিঙ্গাপুরে অবস্থিত চাঙ্গি এয়ারপোর্টের সিইও ইউজেন গান আর্থিক ভাবে দুর্বলদের জন্যে দুর্গাপুরের অন্ডালে কম টাকার বাড়ির প্রকল্প ঘোষণা করেন।
• ইনফ্রাকো এশিয়া অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন জনজীবনের উন্নতির জন্যে বিনিয়োগ করবে।
• টিটাগড় ওয়াগ্যান্সের এর ম্যানেজিং ডিরেক্ট্র উমেশ চৌধুরী হুগলির উত্তরপাড়ায় একটি অ্যালুমিনিয়াম বডি মেট্রো কোচ তৈরির কারখানার কথা ঘোষণা করেন। এই কারখানায় চাকরি পাবে ১,০০০ জন। এর জন্যে বিনিয়োগের পরিমাণ ২,৫০০ কোটি টাকা প্রতি বছর পাঁচ বছরের জন্যে।
• আম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া দীঘায় একটি পাঁচতারা হোটেল তৈরির কথা ঘোষণা করেন। এই হোটেলে ১০০টি ঘর, সুইমিং পুল, স্পা ইত্যাদির সুবিধা থাকবে। আপাতত এই হোটেল ৬০টি ঘর নিয়ে শুরু হবে। নাম দেওয়া হবে ‘সাগর কুটির’।
• আইটিসি গ্রুপ ইতিমধ্যে রাজ্যে ৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। আরো ১,৭০০ কোটি টাকা পারসোনাল কেয়ার ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে।
• একটি নতুন প্রকল্পে অ্যামাজন ইন্টারনেট এমএসএমই বিভাগের সহযোগীতায় কাজ করবে।
• প্যাটন গ্রপের ম্যানেজিং ডিরেক্টার সঞ্জয় বুধিয়া রাজ্যে একটি আন্তর্জাতিক মানের সিবিএসই বোর্ডের স্কুল তৈরীর কথা ঘোষণা করেন।
Be the first to comment