দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে ৷ পুরুলিয়ার জনসভায় এই ভাষাতেই তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে তীব্র বিদ্রুপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তাঁর কটাক্ষ, “১০ বছর ধরে অনেক খেলা খেলেছেন, এ বার সেই খেলা শেষ হবে আর বিকাশ শুরু হবে ৷” এ দিন তাঁর স্লোগান, “চুরির খেলা চলবে না”৷
গত কয়েকদিনে এখন রাজ্যজুড়ে পরিচিত স্লোগান “খেলা হবে”৷ বাংলাদেশ এর উৎস হলেও রাজ্যের নেতাদের মুখে বারবার শোনা যাচ্ছে এই স্লোগান ৷ ইদানিং তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিটি জনসভায় এই স্লোগান তুলছেন ৷ খেলা হবে স্লোগানকে এ দিন নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি ভাঙা ভাঙা বাংলায় বলেন, দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে ৷ দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে ৷ দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে ৷ মহিলাদের উত্থান হবে ৷ যুবশক্তির বিকাশ হবে ৷ প্রত্যেক ঘরে কল হবে, পরিষ্কার জল হবে ৷ হাসপাতাল হবে ৷ খেলা ১০ বছর খেলেছেন ৷ এ বার খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে ৷”
বাংলার মানুষদের থেকে দিদির খেলার চিন্তাই বেশি বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কথায়, “বাংলার জনতাই এ বার আপনার বিরোধিতার জন্য দাঁড়িয়ে ৷ তাঁরাই আপনাকে শাস্তি দেবে ৷ চুরির খেলা আর চলবে না ৷ দিদিও এখন হারের জন্য ভয় পাচ্ছে ৷ দিদি আপনি এ সব করুন ৷ সবরকমভাবে খেলুন ৷ আমরা বিকাশ করি ৷”
তৃণমূলের সরকার দলিত, পিছিয়ে পড়া ও আদিবাসীদের জন্য কোনও কাজ করেনি বলে তোপ দাগেন মোদি ৷ তাঁর দাবি, বিজেপির সরকার এ রাজ্যে পিছিয়ে পড়া মানুষদের সমস্যার উপর সবচেয়ে বেশি জোর দেবে ৷ এ দিন প্রধানমন্ত্রীর কথায় অনেক বেশি আত্মবিশ্বাস ধরা পড়ে ৷ তাঁর ভাষণে একবারও শোনা যায়নি যে বিজেপি ক্ষমতায় এলে এটা করবে ৷ তাঁর প্রতিটা কথায় মনে হয়েছে যেন বিজেপি নিশ্চিত, তারাই ২ মে-র পর ক্ষমতায় আসছে ৷ ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে আইনের শাসন গড়ে তুলবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী ৷
নরেন্দ্র মোদীর দাবি, বিজেপি ক্ষমতায় এসে সব তোলাবাজ, মাফিয়া, অপরাধীদের জেলে পাঠাবে ৷ এ বার তৃণমূলের পরাজয় নিশ্চিত ৷ এ বার বাংলায় সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজদের পরাজয় হবেই ৷
Be the first to comment