দিল্লিতে ইজরায়েলের দূতাবাসে বিস্ফোরণের তদন্ত করবে এনআইএ; জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর

Spread the love

দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের তদন্ত করবে এবার এনআইএ৷ এমনটাই কেন্দ্র্রীয় স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর ৷ এর আগে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার সঙ্গে হাত মিলিয়ে বিস্ফোরণের ঘটনার তদন্তে নামে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

দিল্লি পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণস্থল থেকে মিলেছে একটি ফুলের সাজি বা টব। রাস্তার ওপর ডিভাইডারে তা পোঁতা ছিল। সেই টবেই ছিল বোমা। এছাড়াও উদ্ধার হয়েছে একটি খাম, যার ওপরে ইজরায়েলি দূতাবাসের ঠিকানা লেখা ছিল। সেখান থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেখানে এই বিস্ফোরণকে ট্রেলার বলে অভিহিত করা হয়েছে। চিঠিতে দুই ইরানিয়ান শহিদের নাম উল্লেখ রয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে কাশেম সোলেইমানি ও ডঃ মোহসেন ফকরিয়াজাদেহের নাম।

শুক্রবার দিল্লিতে বিস্ফোরণের পর তদন্ত শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিকে, দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের দায় স্বীকার করে জইশ-উল-হিন্দ নামে একটি সংগঠন। সোশ্যাল মিডিয়ায় ওই বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-উল-হিন্দ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে টেলিগ্রামে একটি কথোপকথন খুঁজে বের করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা

কিছুক্ষণের মধ্যেই ওই অ্যাকাউন্টটি ডিলিটও করে দেওয়া হয়। ওই জঙ্গি সংগঠনটি ঘটনার দায় নিয়ে জানায়, ‘আল্লাহর কৃপায় দিল্লির একটি হাই সিকিউরিটি জোনে আইইডি বিস্ফোরণ ঘটাতে পেরেছে জইশের ‘সেনা’রা। ভারতের বিরুদ্ধে এভাবেই একটি সিরিজ হামলার সূচনা করা হল। ভারত বিভিন্ন জায়গায় অত্যাচার করছে। এটা তারই বদলা।

এছাড়া চিঠিতে উল্লেখ রয়েছে কাশেম সোলেইমানি ও ডঃ মোহসেন ফকরিয়াজাদেহের নাম। উল্লেখ্য, মেজর জেনারেল সোলেইমানি ২০২০ সালের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন। তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড গ্রুপের জনপ্রিয় কমান্ডার ছিলেন।

অন্যদিকে, ফকরিয়াজাদেহ ছিলেন ইরানের নামকরা পরমাণু বিজ্ঞানী। তেহরান বিশ্বাস করে ইজরায়েলের তৈরি করা স্বয়ংক্রিয় অস্ত্রেই খুন করা হয়েছে ফকরিয়াজাদেহকে।

কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলতেই দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায় ‘কৃষক আন্দোলন ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় সরকারকে অস্বস্তিতে ফেলতেই রীতিমতো পরিকল্পনা করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এদিকে, দিল্লির বিস্ফোরণের তদন্তে ক্রমশ প্রকাশ পাচ্ছে একাধিক তথ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*