দিল্লিতে ক্রমশ বাড়ছে বায়ুদূষণ, আগামী দু’দিন
স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকার। অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ১৪ ও ১৫ নভেম্বর স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার। এনভারনমেন্ট পলিউশন (প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল) অথরিটি (ইপিসিএ) ১৫ নভেম্বর পর্যন্ত সেইসব কারখানাও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যেখানে কয়লা এবং কয়লাজাত দ্রব্য ব্যবহার করা হয়। এর আগেও বেশ কয়েকদিন রাজধানী শহরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লির সরকার।
দেশের সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে গোটা উত্তর ভারত এবং এনসিআর এলাকা ভয়াবহ বায়ুদূষণের শিকার। সরকারের তরফে জানানো হয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করতে জাপান থেকে আনা প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। বাচ্চাদের জন্য মাস্ক বিলি করার নির্দেশও দিয়েছিল কেজরিওয়াল সরকার।
Be the first to comment