ইডির ডাকে বুধবার দিল্লি যাচ্ছেন না রুজিরা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, একটি মেইল মারফত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অভিষেক-পত্নী। সূত্রের খবর, ইডিকে মেইলে রুজিরা জানিয়েছেন, কোভিড মহামারী পর্বে তাঁর দুই শিশুকে নিয়ে দিল্লিতে একা যাওয়া নিরাপদ নয়। তদন্তকারীরে চাইলে তাঁদের কলকাতার বাড়িতে এসেও জেরা করতে পারেন। এ ক্ষেত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ইডির তলবে সাড়া দিয়ে দিল্লিতে যাবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে পৌঁছয় সিবিআই-এর আট সদস্যের দল। প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরাকে। তবে তাঁকে কী প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সেইদিন সিবিআই টিম পৌঁছনোর আগে শন্তিনিকেতনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Be the first to comment