আর জি করে তরুণীর ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে বঙ্গভবনে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের আক্রোশের আগুন জ্বলছে। তাদের দাবি মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যােয়ের ইস্তফা। সমস্ত দিল্লী জুড়ে বিদ্যার্থি পরিষদ বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন করেন, তাঁরা বঙ্গভবনের বাইরে জমায়েত হন।
আর জি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যা কাণ্ডের জেরে এই প্রতিবাদ দিল্লিতে। দিল্লির বঙ্গভবনের সামনে এবিভিপি-র বিক্ষোভ। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI- এর জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপ ঘোষকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। RG কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে আজ ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।
এর পাশাপাশি, কর্মস্থলে মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইনের দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্যাকাল্টি।
Be the first to comment