দেশের অর্থনীতি নিয়ে মোদী সরকারের প্রাক্তন উপদেষ্টা সুব্রহ্মণ্যম বলেন, “তেল বাদে অন্যান্য পণ্যের আমদানি কমেছে ছয় শতাংশ। রফতানি কমেছে এক শতাংশ। মূলধনী পণ্যের শিল্পে বিকাশ কমেছে ১০ শতাংশ। ভোগ্যপণ্য উৎপাদন বৃদ্ধির হার দু’বছর আগেও ছিল পাঁচ শতাংশ, এখন হয়েছে এক শতাংশ।
তিনি আরোও বলেন, “২০০০ থেকে ২০০২ সালের মধ্যেও আর্থিক মন্দা চলছিল। কিন্তু তখন রফতানি, ভোগ্যপণ্যের উৎপাদন, রাজস্ব আদায় সংক্রান্ত তথ্যগুলি দেখলে বোঝা যেত, অর্থনীতির হাল তত খারাপ নয়।” এর পরেই তিনি বলেন, “ভারতে এখন যা চলছে, তা মামুলি আর্থিক মন্দা নয়। ব্যাপারটা তার চেয়েও অনেক বেশি কিছু।”
Be the first to comment