“যে কোনও নায়ক, নায়িকা অথবা রাজনীতিবিদ ভারতবাসীদের ভালোবাসার জন্য তৈরি হয়। নাসিরুদ্দিন শাহও জনপ্রিয়তা পেয়েছেন দেশের মানুষের জন্যই। ভারতে আমি তো কখনও ধর্মের মধ্যে অসহিষ্ণুতা দেখিনি। রাজনৈতিক অসহিষ্ণুতা অনেক দেখেছি। ভারতের ধর্মতে অসহিষ্ণুতা আছে বলা মানে ভারতের গৌরবকে নষ্ট করা। বিশ্বের সব দেশেই অসহিষ্ণুতা আছে। কিন্তু কেউ নিজের দেশের উপর দোষ দিয়ে তাকে অপমান করে না। এটা হল দেশদ্রোহীর মতো কাজ।” আজ সোনারপুরের গোবিন্দপুরে একটি বৈদিক পাঠশালা উদ্বোধন করতে গিয়ে একথা বললেন বাবা রামদেব।
গত ৩ ডিসেম্বর গো-হত্যার প্রতিবাদে উত্তাল হয় উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ইন্সপেক্টর সুবোধ কুমার সিং সহ একজনের। অভিযোগ, বিক্ষোভকারীদের গণপিটুনিতে মৃত্যু হয় সুবোধ কুমারের। সেই বিতর্ক উসকে সম্প্রতি নাসিরুদ্দিন শাহ বলেন, “বিষ অনেকটা দূর ছড়িয়ে পড়েছে। আর এই জিনকে এত সহজে বোতলে বন্ধ করা কঠিন। আইনকে নিজের হাতে নেওয়ার সুযোগ পেয়ে গেছে। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে পুলিশ অফিসারের থেকেও একটি গোরুর মৃত্যু বেশি গুরুত্বপূর্ণ।” এ নিয়ে নিন্দার ঝড় বয়ে যায় দেশজুড়ে। অনেকে নাসিরুদ্দিন শাহকে দেশদ্রোহী আখ্যাও দেন। এবার প্রায় একই কথা বললেন রামদেব।
Be the first to comment