গতকাল দীঘায় বাণিজ্য কনক্লেভের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, কলকাতায় একটি বিশাল কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিষয়ে গতকাল তিনি বলেন, আমাদের রাজ্য ৩৪ বছরের বাম অপশাসন কাটিয়ে মাত্র আট বছরে এই জায়গায় এসে পৌঁছেছি। এবার আমাদের দেশের জিডিপি বৃদ্ধি দেখুন, ২০১৬-১৭ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৮৭ শতাংশ। ২০১৯-২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৪.৫৫ শতাংশ। এই বৃদ্ধির হার খুব খারাপ।
তিনি আরোও বলেন, দেশের শিল্পের বৃদ্ধিও কমেছে। ২০১৫-১৬ সালে এই হার ছিল ৯.৫৮ শতাংশ, ২০১৮-১৯ সালে তা কমে হয় ৬.৮৬ শতাংশ। উৎপাদন শিল্পের বৃদ্ধির হার ২০১৫-১৬ সালে ছিল ১৩.০৬ শতাংশ যা ২০১৮-১৯ সালে কমে হয়েছে ৬.৯৪ শতাংশ। শিল্প বৃদ্ধির হারের সূচকও নেমে গেছে বর্তমানে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে যা ছিল ৪.৬৩ শতাংশ তা এখন কমে হয়েছে -৪.২৭ শতাংশ। বিদেশী বিনিয়োগ কমেছে। ২০১৪-১৫ সালে যা ছিল ২২ শতাংশ সেটা ২০১৫-১৬ সালে বেড়ে হয় ৩৫ শতাংশ। এই বিনিয়োগ ২০১৮-১৯ সালে কমে হয়েছে ১ শতাংশ। বেকারত্বের হার ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি বাংলায় বেকারত্ব কমেছে ৪৪ শতাংশ।
Be the first to comment