রোজদিন ডেস্ক :- ডাক্তারি প্রবেশিকা NEET-এ প্রশ্ন ফাঁস, এই দুর্নীতির অভিযোগএর রেশ কাটতে না কাটতেই দুর্নীতির সন্দেহে পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করা হয়েছে UGC-NET. সেই নিয়ে এবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। দেশের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিজেপি আধিপত্য কায়েম করেছে বলেও অভিযোগ তুললেন তিনি। সোমবার বিষয়টি সংসদে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
এদিন রাহুল বলেন, “মণিপুর থেকে মহারাষ্ট্র গিয়েছিলাম যাত্রা নিয়ে। হাজার হাজার ছেলেমেয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছিলেন। আজ UGC NET-র প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাতিল হয়েছে। বলা হচ্ছিল, নরেন্দ্র মোদী ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছেন, ইজরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধও নাকি উনি থামিয়ে দিয়েছেন। কিন্তু কোনও কারণে প্রশ্নপত্র ফাঁস আটকাতে পারছেন না মোদী বা আটকাতে চাইছেন না।”।
Be the first to comment