দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৩৯ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণের হদিশ মিলেছে ৷
২২ জন বিদেশি নাগরিকসহ ১২৫ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে ৷ এর মধ্যে ১৩ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৷ দেশে কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মারা গেছে দু’জন ৷
কর্নাটকে নতুন করে চারজনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে ৷ এই নিয়ে কর্নাটকে মোট দশজনের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছে ৷
এদের মধ্যে একজন সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফিরেছেন বলে জানা গেছে ৷ অন্য এক ব্যক্তি কালবুর্গিতে আক্রান্ত মানুষের সংস্পর্শে এসেছিলেন বলে জানিয়েছে কর্নাটকের স্বাস্থ্য দপ্তর ৷ সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷
এদিকে হরিয়ানার স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কোরোনা আক্রান্ত সন্দেহে যে ৩৫ জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল, তাদের ২৯ জনের শরীরে ভাইরাসের কোনও সংক্রমণ নেই ৷ তাদের ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাকিদের সোয়াবের নমুনার রিপোর্ট এখনও পর্যন্ত হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷
উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ৩২ জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ কোরানা মোকাবিলায় ব্যবস্থা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ৷ কোরোনা প্রতিরোধে এবার ১৪৪ ধারা জারি করল রাজস্থান ৷ রাস্তায় ভিড় কমাতে লাদাখেও জারি হয়েছে ১৪৪ ধারা ৷ পরিস্থিতি যাতে নাগালে বাইরে বেরিয়ে না যায়, সেই কারণে জয়সলমের, হায়দরাবাদ, কলকাতা, গোরখপুরসহ দেশের একাধিক প্রান্তে গড়ে তোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড ৷
দিল্লি, কলকাতাসহ দেশের একাধিক শহরে জমায়েত এড়াতে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও সিনেমা হলগুলি ৷ কোরোনা মোকাবিলায় নেপাল, ভুটান, বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে দেশের সীমান্ত প্রবেশপথ বন্ধ করে দিয়েছে কেন্দ্র ৷
Be the first to comment