দেশ ভাগের পর থেকে জম্মু-কাশ্মীরের মানুষরা শান্তি পায়নি; স্বাধীনতা দিবসে বললেন প্রধানমন্ত্রী

Spread the love

আজ ৭৩তম স্বাধীনতা দিবসে প্রথা মেনে সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, এক দেশ এক সংবিধানের জন্য বড় ধাপ ৩৭০ ধারার বিলুপ্তি ৷ ৩৫ এ ধারাও বিলুপ্ত হয়েছে এরফলে লাদাখ ও জম্মু -কাশ্মীরের মানুষরা একইরকম ভাবে সুযোগ সুবিধা পাবেন ৷ পাশাপাশি সারা দেশের ১৩০কোটি মানুষ তাদের পাশে থাকবেন।

তিনি আরোও বলেন, ‘‘ দেশভাগের পরে আমাদের দেশে যারা বসবাস করতে এসেছে তারা কেউ কোনও অসুবিধা র শিকার হননি ৷ তবে জম্মু কাশ্মীরের মানুষ এই শান্তি পাননি ৷ এবার থেকে আর তা হবে না ৷ এবার থেকে ওখানকার মানুষ সরাসরি কেন্দ্রকে প্রশ্ন করতে পারবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*