আজ ৭৩তম স্বাধীনতা দিবসে প্রথা মেনে সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, এক দেশ এক সংবিধানের জন্য বড় ধাপ ৩৭০ ধারার বিলুপ্তি ৷ ৩৫ এ ধারাও বিলুপ্ত হয়েছে এরফলে লাদাখ ও জম্মু -কাশ্মীরের মানুষরা একইরকম ভাবে সুযোগ সুবিধা পাবেন ৷ পাশাপাশি সারা দেশের ১৩০কোটি মানুষ তাদের পাশে থাকবেন।
তিনি আরোও বলেন, ‘‘ দেশভাগের পরে আমাদের দেশে যারা বসবাস করতে এসেছে তারা কেউ কোনও অসুবিধা র শিকার হননি ৷ তবে জম্মু কাশ্মীরের মানুষ এই শান্তি পাননি ৷ এবার থেকে আর তা হবে না ৷ এবার থেকে ওখানকার মানুষ সরাসরি কেন্দ্রকে প্রশ্ন করতে পারবে ৷
Be the first to comment