রোজদিন ডেস্ক :- তাঁর হাসিতে মুগ্ধ হয়েছিল আপামর বাঙালি। তিনি ছিলেন বাঙালির নয়নের মণি উত্তম কুমার। তাঁর অভিনয়ে এখনও ডুবে থাকেন দর্শকরা। রাজ্য সরকারের পক্ষ থেকে ২৪ জুলাই তাঁর ৪৪ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। একইসঙ্গে প্রতিবছরের মতো মহানায়ক সম্মান প্রদান করা হল। চলচিত্রে বিশেষ অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়কে সম্মান তুলে দেওয়া হয়। একইসঙ্গে অম্বরিশ ভট্টাচার্য ও রুক্মিণী মিত্রকেও সেরা শিল্পীর সম্মান প্রদান করা হয়। এছাড়াও সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীকে মহানায়ক সম্মান প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ২০১২ সাল থেকে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই সম্মান জানাচ্ছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত ৪১ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। শৈশবের স্মৃতি রোমন্থন করে জানান, অসাধারণ বাংলা গান মায়ের হাত ধরে শুনতে যেতাম। এই গান শোনার পোকা ছিলাম আমরা। তিনি আরও জানান, এবছর ৪-১১ ডিসেম্বর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্টিত হবে। সেই অনুষ্ঠানের কমিটিতে চেয়ারম্যান থাকছেন গৌতম ঘোষ ও কো চেয়ারম্যান হিসাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
Be the first to comment