রাম নবমী, হনুমান জয়ন্তীর পরে এবার জন্মাষ্টমী। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে যাতে কোনওভাবেই সম্প্রীতির পরিবেশ নষ্ট না হয়, তা নিয়ে সতর্ক করলেন মমতা বন্দোপাধ্যায়। কোচবিহারের প্রশাসনিক বৈঠকে এই নিয়ে কড়া নজরদারির নির্দেশ দেন তিনি। প্রশাসনিক বৈঠক শুরু হলেই বিষয়টি তোলেন পুলিশের উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ। সেই কথার সূত্রে ধরেই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ‘জন্মাষ্টমী, রথযাত্রা সামনে। অনেকের অনেক প্ল্যান আছে। তারা সেটা করতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।’ সেই সঙ্গে উঠে আসে অসমের পরিচয়পঞ্জির প্রসঙ্গও। ‘প্রশাসন সতর্ক থাকুক। কাউকে দাঙ্গা করতে দেওয়া যাবে না। অসমে গন্ডগোল হচ্ছে। যদি পুশব্যাক শুরু হয়, নজর রাখতে হবে। বাইরে থেকে কারা আসছে লোকাল থানার ওসি আর বিডিও নজর রাখুন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সীমান্ত রাজনীতি করার জায়গা নয়। ভারত-বাংলাদেশ মৈত্রীর বিষয়।
Be the first to comment