ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে এখনও সঙ্কটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ভেন্টিলেশনে থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। শুরু হতে পারে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট কমানোর প্রক্রিয়া।
হাসপাতাল সূত্রের খবর, পরিবারের সঙ্গে আলোচনা করে শুরু হবে সেই প্রক্রিয়া, জানানো হয়েছে হাসপাতালের তরফে। কতটা সাড়া দিচ্ছেন সেই বুঝে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে দেওয়া হচ্ছে তরল খাবার। সংক্রমণ ঠেকাতে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক।
Be the first to comment