ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন; জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। বর্তমানে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সাগরদ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে। জানা গেছে ক্রমশ তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর শক্তিক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড়ের। আজ সন্ধের পরই ঘণ্টায় সর্বোচ্চ ১২০-১৩৫ কিলোমিটার বেগে তা আছড়ে পড়তে চলেছে সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালি জেলার খেপুপাড়ার মধ্যে।

পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে রাজ্য সরকার। বিপর্যয় মোকাবিলায় তৈরি প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে সকলের উদ্দেশ্যে বলেন, প্রশাসন প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। খোলা হয়েছে স্পেশ্যাল কন্ট্রোল রুম।

এছাড়াও নবান্নে সাংবাদিকদের তিনি জানান এনডিআরএফর-এসডিআরএফের দল মোতায়েন করা হয়েছে। স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলি থেকে ইতিমধ্যেই ১.২০ লক্ষ মানুষকে সরিয়ে আনা হয়েছে। অনেক মানুষকে সরিয়ে এনে স্কুলগুলিতে রাখা হয়েছে। এছাড়াও সদাসর্বদা প্রশাসন ও সরকার মানুষের দিকে নজর রাখছে বলেও তিনি জানান। কোনোরকম গুজব ছড়াতেও নিষেধ করেছেন তিনি। প্রয়োজনে মানুষের পাশে থাকুন আর্জি মুখ্যমন্ত্রীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*