ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস এর উপর থেকে যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার সেখানে একটি ছয় লেনের উড়ালপুল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ভিআইপি বাজার থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল নির্মীয়মান মেট্রো রেলের থেকেও উঁচুতে তৈরি করা হবে। ভূপৃষ্ঠ থেকে কুড়ি মিটার উচ্চতায় উড়ালপুল তৈরিতে ৫০০ কোটি টাকা খরচ হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস ইতিমধ্যেই সমীক্ষার কাজ শেষ করে উড়ালপুল এর নকশা তৈরি করে কেএমডিএর কাছে জমা দিয়েছে। তিন বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। এদিকে রুবি মোড়ে এই উড়ালপুলের নিচ দিয়ে পথচারীদের যাতায়াতের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার দীর্ঘ একটি স্কাইওয়াক তৈরীর ও পরিকল্পনা করা হয়েছে।
Be the first to comment