নতুন গান মমতার, বাজবে শহিদ দিবসের অনুষ্ঠানে

Spread the love

নতুন গান বাঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য জুড়ে ২১ জুলাইয়ের অনুষ্ঠানে বাজানো হবে গানটি ৷ সোমবার নিজের ফেসবুক ওয়ালে গানটি পোস্ট করেন মমতা ৷ সেখানে তিনি লিখেছেন, আমার লেখা গান ‘যৌবন জাগো নতুন ভোরে’ আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ৷”

তৃণমূল নেত্রী জানিয়েছেন, এই গানে সুরারোপ করেছেন দেবজ্যোতি বসু। কণ্ঠদান করেছেন ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-তে অংশগ্রহণকারী ১১ জন শিল্পী। সেই সঙ্গে সমবেত কণ্ঠ মিলিয়েছেন ছয় জেলার আরও অনেক শিল্পী। এই গানটিই আগামীকাল গোটা রাজ্যের সর্বত্র শহিদ দিবস কর্মসূচির অনুষ্ঠানে বাজবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে গানটির রেকর্ড পৌঁছে দেওয়া হয়েছে দলের সর্বস্তরের নেতৃত্বের কাছে।

এদিকে কোরোনা আক্রান্ত দলের নেতা, মন্ত্রীদের বাইরে বেরোতে নিষেধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বাড়িতে থেকেই শহিদ দিবস পালন করার নির্দেশ দিলেন তিনি। তবে কে কোথায় কোন অবস্থানে থেকে বিশেষ এই দিনটিকে সফল করতে সাহায্য করবেন, তারও একটি নির্দেশিকা তৈরি করেছেন। এছাড়াও বিশেষ এই দিনটিকে উৎসর্গ করে গান বেঁধেছেন তিনি।

মঞ্চ বেঁধে ঘটা করে সমাবেশ না হলেও, ধর্মতলায় প্রতি বছরের মতো এবারও হবে শহিদ তর্পণ। সামাজিক দূরত্ব বিধিকে মান‍্যতা দিয়ে পালন হবে শহিদ স্মরণ কর্মসূচি। সেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধা জানাবেন দলের এই দুই শীর্ষ নেতা‌‌।

তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে শহিদ স্মরণ অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন দলের শ্রমিক নেত্রী দোলা সেন। তৃণমূল নেত্রীর থেকে দায়িত্বভার পাওয়া এই নেতা-নেত্রী ছাড়া আর কেউই সরাসরি কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। তবে প্রত্যেক অংশগ্রহণকারীকে স্যানিটাইজ়ার দিয়ে হাত ধুয়ে, মুখে মাস্ক পরে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোরোনা আক্রান্ত দলের সর্বস্তরের নেতাদের বাইরে বেরোনোর ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারিও করেছেন তিনি। এই তালিকায় রয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে, পূর্ব মেদিনীপুরের এগরার বিধায়ক সমরেশ দাসসহ অন্যরা। এছাড়া কোরোনা আক্রান্ত দলের বহু কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলরদেরও বেরোতে নিষেধ করেছেন দলনেত্রী ।

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/3407335342667116
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/3407146046019379

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*