নতুন সাজে সেজে উঠছে কালিম্পং

Spread the love

কালিম্পঙের পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী রাজ্য সরকার। পর্যটন দফতরের উদ্যোগে দু’টি নতুন পর্যটনকেন্দ্র সাজিয়ে তোলা হচ্ছে। ডেলো ও লাভা লোলেগাঁও-এ পর্যটক টানতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। সম্প্রতি কালিম্পংকে নতুন জেলা হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। তারপর থেকেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন জেলার উন্নয়ন করা হচ্ছে।

রাজ্যের উদ্যোগে নতুন জেলা পেয়েছে কালিম্পং। নতুন জেলায় পর্যটনের উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার। ডেলো এলাকায় নয় দশমিক পাঁচ একর জমিতে তৈরি হচ্ছে নতুন পর্যটনকেন্দ্র। জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই পর্যটন দফতরে জমি দেওয়া হয়েছে। পর্যটকদের কাছে লাভা ও লোলেগাঁও এলাকার আকর্ষণ বরাবরই বেশি। তাই লাভা ও লোলেগাঁও এলাকাকেও একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েকবছর আগেই কালিম্পঙে একটি বাস ডিপো চালু হয়েছে।

পর্যটনমন্ত্রী জানিয়েছেন, কালিম্পঙে অজানা এমন অনেক জায়গা আছে, যেখানে পর্যটনকেন্দ্র তৈরি হতে পারে। তাই পর্যটনে দিশা দেখাতে নতুন নতুন জায়গাও সাজিয়ে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও কালিম্পঙ সফরে গিয়ে একাধিক জায়গায় গিয়েছেন। পর্যটনে দিশা দেখানোর সঙ্গেই লাভা ও লোলেগাঁও এলাকার রাস্তা সংস্কারেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখতে যেমন পর্যটকদের ভিড় জমে, তেমনিই লোলেগাঁও থেকেও ভোরের প্রথম সূর্যের সাক্ষী থাকেন পর্যটকরা। লোলেগাঁও বাজার থেকে সানরাইজ পয়েন্ট পর্যন্ত রাস্তা সংস্কার করা হচ্ছে। বাগরাকোটে একত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে লোলেগাঁও পর্যন্ত রাস্তার হাল ফেরানোর পরিকল্পনা নিয়েছে জিটিএ। বিশ্বের পর্যটন মানচিত্রে কালিম্পংকে জায়গা দিতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। এখন হাসছে কালিম্পং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*