‘নবান্ন অভিযান’-এর মিছিলে জলকামান নিক্ষেপ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুংকার

Spread the love

অমৃতা ঘোষ:-

বিধানসভার বাইরে ‘নবান্ন অভিযান’-এর মিছিলে জলকামান নিক্ষেপ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘বন্ধ করুন অত্যাচার। না হলে আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করব। আমি হাওড়া যাচ্ছি। হাওড়া স্টেশনে ওয়েটিং রুমে অপেক্ষা করব। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ রাজ্যস্তরের রাজনৈতিক নেতাদের মিছিলে থাকতে না করেছে। তাই ওদের আমরা পিছন থেকে সাপোর্ট দিচ্ছি। ‘

হেস্টিংস রোডে বেশ কয়েকজন কে আটক করেছে পুলিশ। মহিলা পুলিশ দিয়ে মহিলাদের আটক করা হচ্ছে। চলছে ধস্তা ধস্তি। পুলিশ প্রথমে বলেছিল রাস্তা ছাড়তে, কিন্তু আন্দোলনকারীরা সরছেনা। কাঁদানে গ্যাস ছোঁড়া হচ্ছে।

রণক্ষেত্র বড়বাজার। পুলিশের লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস চালানো হয়। পুলিশের ওপর ইট বৃষ্টি হয়। সাঁতরাগাছি স্টেশন থেকে বড় বড় পাথর ছোঁড়া হয়, পুলিশ কে লক্ষ্য করে। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগিয়ে আসছে পুলিশের দিকে।

এদিকে কয়েকজন হঠাৎই নবান্নের নর্থ গেটের কাছাকাছি চলে আসে। নবান্ন চত্বরেই থাকেন তাঁরা, দাবি ছিল এমনটাই। এরপর জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*