নাগরিকত্ব আইনের প্রতিবাদে জিটিএ এলাকায় ২৯ ডিসেম্বর ২৪ ঘণ্টা বনধের ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয়পন্থী) যুব ফ্রন্ট। ইতিমধ্যেই এই আইনের প্রতিবাদে সোমবার থেকেই পাহাড়ের সমস্ত কেন্দ্রীয় দফতরের সামনে শুরু হয়েছে ধর্না।
যুব মোর্চার মুখপাত্র অনিত খাতি এদিন এক সংবাদমাধ্যমকে বলেন, “নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে চলা বিক্ষোভ আন্দোলনে সামিল পাহাড়ও। বলা হচ্ছে গোর্খারা এই আইনের ফলে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু বাস্তবে এনআরসি লাগু হওয়ার ফলে অসমে গোর্খা জনজাতির প্রায় এক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই কোনওভাবেই এই আইন মেনে নেবেন না তাঁরা। “
Be the first to comment