নাগরিকত্ব বিলের প্রতিবাদে রণক্ষেত্র ত্রিপুরা, পোড়ানো হলো নরেন্দ্র মোদীর কুশপুতুলও

Spread the love

ইতিমধ্যেই লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব বিল। তারপর থেকেই বিক্ষোভ শুরু হয়েছে উত্তর-পূর্বের এই দুই রাজ্যে। এসএফআই, ডিওয়াইএফআই, এআইএসএফ, আইসা-সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠনও সহ বহু সাধারণ মানুষও সামিল হয়েছে বিক্ষোভ মিছিলে।

বিলের প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। টায়ার জ্বালিয়ে, স্কুটার পুড়িয়ে চলছে চরম বিক্ষোভ। এই অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ত্রিপুরায় একটি ২ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। ৪৮ ঘণ্টার জন্য মোবাইল-ইন্টারনেট এবং এসএমএস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুলও পোড়ায় বিক্ষোভকারী মানুষজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*