বুধবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা গিয়েছিলেন। আর ২৪ ঘণ্টারও কম ব্যবধানে সেই ভবানীপুরেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যয়। সাধারণ মানুষের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিতে দেখা গেল তাঁকে।
মুখ্যমন্ত্রী এদিন আরও একবার এই কার্ডের গুরুত্ব বুঝিয়ে বলেন, কার্ডটি হবে বাড়ির গৃহকর্ত্রীর নামে। গোটা পরিবার এই থেকে পাঁচ লক্ষ্য টাকার চিকিৎসা সুবিধে পাবে। মমতার আশ্বাস একটি পরিবারও থাকবে না যারা এই সুবিধের আওতাভুক্ত হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল সরকার থাকলে খাদ্য এবং স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে না।
এদিন মমতা যান যদুবাবুর বাজারে। স্বাস্থ্যসাথীর প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, মালা রায়, মদন মিত্রও।
Be the first to comment