মঙ্গলবার থেকেই হাল্কা-মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ মেঘলা, মাঝে মাঝেই ঝেঁপে বৃষ্টি আসছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল জমছে নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জন্ম হবে। এই জোড়া ধাক্কায় প্রবল বর্ষা আসবে গাঙ্গেয় বঙ্গে।
টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৫ আগষ্ট অবধি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সুন্দরবন-সহ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র সৈকতগুলিতেও জারি হয়েছে সতর্কতা।
Be the first to comment