নিজেদের প্রাপ্য বকেয়া টাকা উদ্ধারে ব্যর্থ মুম্বই পুলিশ। এই নিয়ে হাইকোর্টের কড়া সমালোচনার মুখে পড়েছে মহারাষ্ট্র সরকারও। সম্প্রতি এক ব্যক্তির আরটিআইয়ের জবাবে জানা গেছে, ৩৮ জন ব্যক্তির কাছে ৫.১১ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে মুম্বই পুলিশের। ব্যক্তিগত স্তরে নিরাপত্তার পরিষেবার ফি বাবদ এই টাকা পাওনা হয়েছে। আরও জানা গেছে, ২০০৭ থেকে ২০১৭ পর্যন্ত ২,২৯৩ জনকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। এতে সবমিলিয়ে ৪৪ কোটি টাকা মোট পাওনা হয়। সরকারের খাতায় অধিকাংশ ফি জমা পড়লেও, ৩৮ জনের কাছে ৫.১১ কোটি টাকা দীর্ঘদিন ধরেই বকেয়া পড়ে রয়েছে। এই ৩৮ জন ব্যক্তির মধ্যে অনেক ভিআইপিও রয়েছে। তবে নিরাপত্তার খাতিরেই তাঁদের নাম প্রকাশ করা সম্ভব নয় বলে চিঠিতে জানিয়েছে পুলিশ। তবে যত দিন যাচ্ছে তত ফি-র বিনিময়ে নিরাপত্তার আবেদন বাড়ছে। এবছর শুরু থেকে মার্চ পর্যন্তই প্রায় ২১৯ জনকে সুরক্ষা পরিষেবা দিয়েছে। যেখান থেকে আয় হয়েছে প্রায় ১.৫৪ কোটি টাকা।
Be the first to comment