নিম্নমুখী পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণের গ্রাফ৷ একদিনে মাত্র ১৭৯ জন৷ মৃত মাত্র ৬ জন৷ তাছাড়া আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি ৷ তবে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের মৃত্যু হার ৷
সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে রাজ্যে করোনা আক্রান্ত (COVID-19)হয়েছেন মাত্র ১৭৯ জন৷ করোনা গ্রাফ উর্ধমুখী হওয়ার পর এই প্রথম ২০০ এর নিচে নেমে এল সংক্রমণের সংখ্যা৷ রবিবার ছিল ২২৯ জন৷ শনিবার ছিল ৩১০ জন৷ সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭ জন৷
বাংলায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মাত্র ৬ জনের ৷ রবিবার ছিল ৯ জন৷ তারফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ১৭৯ জন ৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৭৫ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৭৬ জন ৷
গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৪ জনের ৷ আর কলকাতা ও হাওড়ায় একজন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ৷ কলকাতা সহ ২৩ টি জেলার মধ্যে ২০ টি জেলাতে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি ৷
তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহারও ৷ ৩১ জানুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ৷ বেশ কিছুদিন ধরে সংখ্যাটা একই জায়গায় দাড়িয়ে আছে ৷ তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যাটা কমে মাত্র ৯৮২ জন ৷ হোম আইসোলেশনে ৪ হাজার ৫৫৯ জন৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ১২ জন ৷
বাংলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩০৬ জন ৷ রবিবার ছিল ৩৩৮জন ৷ শনিবার ছিল ৩৪১ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৮ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.২৬ শতাংশ ৷
একদিনে টেস্ট হয়েছে ১৮ হাজার ১৬৮ টি ৷ রবিবার ছিল ২৫ হাজার ৪৬টি ৷ শনিবার ছিল ২৬ হাজার ১০৭ টি ৷ ফলে মোট করোনা টেস্ট হয়েছে ৮০ লক্ষের বেশি ৷ তথ্য অনুযায়ী ৮০ লক্ষ ১৪ হাজার ২২ টি ৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮৯,০৪৫ জন ৷
Be the first to comment