নীতিআয়োগ বৈঠকে যোগ দিতে মাসের শেষে দিল্লি যাচ্ছেন মমতা

Spread the love

চিরন্তন ব্যানার্জি : – মাসের শেষে চার দিনের জন্য দিল্লি সফরে যেতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার কথা তাঁর। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর। আগামী ২৭ জুলাই হতে চলেছে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এখনও পর্যন্ত স্থির রয়েছে, ২৫ জুলাই সন্ধ্যায় দিল্লিতে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগেও একাধিকবার নীতি আয়োগের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মমতা নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। কোনোবার পুরোপুরি এড়িয়ে গিয়েছেন বৈঠক। কিন্তু এবার সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেসের সূত্রে খবর, এই বৈঠকে তাদের দলের কোনো মুখ্যমন্ত্রী থাকছেন না। অর্থাৎ বলাই বাহুল্য এই নীতি আয়োগের বৈঠককে বর্জন করতে চলেছে কংগ্রেস। সূত্রের খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে তাঁদের দাবী দাওয়া জানানোর কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের শাসক দল বারবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে। ১০০ দিনের টাকা না দেওয়াও দিল্লির রাজপথেও ধর্নায় বসেছেন। সেখান থেকে দাড়িয়ে এই বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়াটা অনেকাংশই মনে করছেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী যদি কথা বলার সুযোগ পান তাহলে আরও একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন তিনি। পাশাপাশি নীতি আয়োগের বৈঠকে থাকবেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও। ফলে, বকেয়া আদায় এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে কেন্দ্রের কাছে রাজ্য কী প্রত্যাশা করে, নীতি আয়োগের সেই বৈঠকে তা তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*