নীরব মোদী, বিজয় মালিয়া সহ দেশ থেকে পলাতক শিল্পপতিদের নিয়ে ইতিমধ্যেই মোদী সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এবার তা নিয়ে বিরোধীদের পাল্টা আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি প্রশ্ন তোলেন, ওইসব শিল্পপতিদের প্রথমে টাকা দিয়েছিল কারা?
প্রসঙ্গত, শনিবার লখনউয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাঙ্ক জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসার পর এখন বলা হচ্ছে, বিজেপি সরকারই নীরব মোদী, বিজয় মালিয়াদের মতো প্রতারকদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে। তবে আমি জানতে চাই প্রথমে ওইসব প্রতারকরা টাকা পেয়েছিলেন কীভাবে? তাঁদের ঋণই বা অনুমোদন করেছিলো কে?
Be the first to comment