কলকাতায় পৌঁছালেন প্রধানমন্ত্রী। শনিবার বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু । নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় বিশেষ কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর।
বিমানবন্দর থেকে বিশেষ চপারে আরসিটিসি প্রাঙ্গনের উদ্দেশে রওনা দেন তিনি। আরসিটিসি প্রাঙ্গনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সড়ক পথে ন্যাশনাল লাইব্রেরি হয়ে প্রধানমন্ত্রী যাবেন নেতাজি ভবনে।
চলতি বছর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হবে ‘পরাক্রম দিবস’ হিসেবে, এমনটাই ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ আজ নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে পরাক্রম দিবস পালন করতে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷
দুপুর সাড়ে তিনটে নাগাদ জাতীয় গ্রন্থাগারে সুভাষচন্দ্র শীর্ষক এক আলোচনাসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সাড়ে চারটে নাগাদ যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সেখানে সুভাষচন্দ্রকে নিয়ে একটি স্থায়ী গ্যালারির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে “পরাক্রম দিবস” অনুষ্ঠানে থাকবেন ৷ সেখানে “আমরা নতুন যৌবনেরই দূত” নামে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ দুটি গ্যালারির উদ্বোধন করবেন ৷
Be the first to comment