অমৃতা ঘোষ (২৪ জুলাই) :-
হঠাৎ কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়ে আগুনের লেলিহান শিখা দেখা গেলো। ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। পড়শি দেশে ফের ঘটলো বিমান দুর্ঘটনা, তবে এবার নেপালে। বুধবার সকাল ১১টা নাগাদ নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। অনুমান ওই বিমানে ক্রু সদস্য নিয়ে ১৯ জন ছিলেন।
ঘটনার পর প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল সকলেরই মৃত্যু হয়েছে। তবে শেষে একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, একমাত্র পাইলট বেঁচেছেন।
তবে কীকরে হঠাৎ এই দুর্ঘটনা ঘটলো , কিসের ত্রুটি ছিল সেটা এখনো স্পষ্ট ভাবে জানা যায় নি। এই বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও টেক অফের সময়ই কিছু গোলযোগ হয়েছে বলে সূত্রের খবর।
ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।
খবর মিলেছে, বিমানের মোট ১৯ জন যাত্রীর মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছে।
Be the first to comment