বিদেশে পদ্মাবতী সিনেমার মুক্তি বন্ধ করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। চলতি মাসে এই নিয়ে তিনবার ছবিটি নিষিদ্ধ করার আর্জি খারিজ হল। পাশাপাশি যেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদ্মাবতীর বিরুদ্ধে কথা বলেছিলেন তাঁদেরও ভর্ৎসনা করল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার, প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ আদালতে স্পষ্টভাবে জানায়, কোনও সিনেমার মুক্তি নিয়ে রায় দিতে পারে না সুপ্রিম কোর্ট ৷ সিবিএফসি এখনও ছবিটিকে সার্টিফিকেট দেয়নি ৷ তার আগেই কেন এত মন্তব্য ও সমালোচনা হচ্ছে? পাশাপাশি, এদিন জনপ্রতিনিধিদের কঠোর ভর্ৎসনা করে সু্প্রিম কোর্ট জানায়, উচ্চ পদাধিকারীরা পদ্মাবতী সম্পর্কে মন্তব্য করছেন ৷ সেন্সর বোর্ড ওই ছবিকে সার্টিফিকেট দেয়নি৷ তার আগেই এত মন্তব্য কেন?
অন্যদিকে, ইংল্যান্ডের সেন্সর বোর্ড জানিয়েছে, ১ ডিসেম্বর ইংল্যান্ডে মুক্তি পেতে পারে পদ্মাবতী। প্রসঙ্গত, পদ্মাবতীর মুক্তি রুখে দিতে সুপ্রিম কোর্টে মামলা করেন এম এল শর্মা নামে এক আইনজীবী ৷ ছবিটি সামাজিক ঐক্য নষ্ট করবে বলে মামলা করেন তিনি ৷ সেই আর্জিই মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত ৷
Be the first to comment