কোপেনহাগেনে সি-৪০ ওয়ার্ল্ড মেয়র সামিটে যোগ দিয়েছিলেন আগেই। গোটা শহর যখন পুজোর আনন্দে মেতে আছে, সেই সময় দুনিয়ার সেরা শহরগুলোর মেয়রদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আলোচনা করেন জলবায়ু নিয়ে। নগরোন্নয়ন ও পরিকাঠামোয় উন্নয়নের জন্যে কোপেনহাগেনের বিশ্বমঞ্চে পুরস্কৃত হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুধু যে পরিকাঠামো উন্নয়ন তা নয়, সেইসঙ্গে গোটা শহরের যান চলাচলের গতি বাড়ানোর জন্যও বিশেষভাবে সম্মানিত হয়েছেন কলকাতার মেয়র। যা আসলে গোটা দেশের মুখই উজ্জ্বল করলো বিশ্বমঞ্চে। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রিন মোবিলিটি ক্যাটাগোরিতে রাজ্য সেরা পুরস্কারের অ্যাওয়ার্ড পেয়েছে।
কেবল পুরস্কার নেওয়াই নয়, বিশ্বের শ্রেষ্ঠ ৯০টি শহরের মেয়রদের সম্মেলনে কলকাতার উন্নয়নের চিত্র তুলে ধরেন ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্যের জন্যে আলাদা সেশন রাখা হয়। সেই বক্তব্য মন দিয়ে শোনেন বিভিন্ন শহরের মেয়ররা। সেখানে তিনি রাস্তাঘাট, সৌন্দর্যায়ন নিয়ে সরকারের কাজকর্মের নানা প্রক্রিয়া, ভবিষ্যত চিন্তাভাবনা তুলে ধরেন।
দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট-
Be the first to comment