পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরতে রেলমন্ত্রক জানিয়ে দিয়েছিল তাঁদের ভাড়া দিতে হবে। কেন্দ্রের এই ‘অসংবেদনশীল’ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সর্বভারতীয় স্তরে সাবেক দলের সভানেত্রী সনিয়া গান্ধী জানিয়ে দিলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, “দেশবাসীর সেবায় ও তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্ম থাকতে এটাই হবে কংগ্রেসের তরফে বিনীত সাহায্য”। তিনি আরোও বলেন, আমাদের শ্রমিক ও মজুররাই রাষ্ট্রকে বৃদ্ধির পথে নিয়ে যাওয়ার অগ্রদূত। এ দেশের সরকার বিনামূল্যে বিদেশে আটকে থাকা ভারতীয়দের প্লেনে করে দেশে ফেরাতে পারে, গুজরাতে শুধু একটি প্রকল্পের জন্য খাদ্য ইত্যাদি পরিবহণে একশ কোটি টাকা খরচ করতে পারে, রেল মন্ত্রক পিএম কেয়ারস তহবিলে ১৫১ কোটি টাকা দান করতে পারে, অথচ শ্রমিক-মজুরদের জন্য এর ভগ্নাংশ টাকা খরচ করতে পারে না!
Be the first to comment