গতকাল বাদল অধিবেশনের প্রথম দিনের একটা বড় সময় পরিযায়ী ইস্যুতে আলোচনা হয় লোকসভায়। এ ব্যাপারে লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙওয়ার বলেছেন, এ ব্যাপারে কেন্দ্রের কাছে কোনও তথ্য নেই, তাই ক্ষতিপূরণেরও প্রশ্ন নেই।
বিরোধীদের বক্তব্য, এই তথ্যেও বিস্তর গোলযোগ রয়েছে। তাঁদের বক্তব্য, অন্তত ছ’কোটি পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে ঘরমুখী হয়েছেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর এহেন বক্তব্যে স্তম্ভিত হয়েছেন সবাই। সোশ্যাল মিডিয়াতেও চলেছে তীব্র নিন্দার ঝড়৷
Be the first to comment