করোনা আবহে গত মার্চ মাস থেকে বন্ধ ছিল ক্রিকেট। গত মাস থেকে তা শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর আইপিএলেও নামছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে এই অবস্থায় কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই ঘরোয়া ক্রিকেট শুরু হবে, এমনটাই জানিয়ে দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আজ সমস্ত রাজ্য সংস্থাগুলিকে চিঠি লিখে সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, “বিসিসিআই সব ধরনের চেষ্টা চালাচ্ছে যাতে পরিস্থিতি স্বাভাবিক হলেই ঘরোয়া মরসুম শুরু করা যায়। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের স্বাস্থ্য ও সুরক্ষা এই মুহূর্তে বোর্ডের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সব দিক খতিয়ে দেখছি। সব সদস্যদের জানানো হচ্ছে, ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার আগে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বোর্ডের তরফে সবকিছু জানিয়ে দেওয়া হবে।”
Be the first to comment