শাল, মহুয়া, পলাশ আর নাম না জানা অসংখ্য গাছেদের সারি। এমনই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা বাঁকুড়ার রানিবাঁধের ঝিলিমিলিকে আরও মোহময়ী রুপ দিতে ইকো ট্যুরিজমের উপর জোর দেওয়া হচ্ছে। সূত্রে খবর, এখানে তৈরী হচ্ছে ‘ট্রি হাউস’ থেকে ‘সুইস টেন্ট’৷ এখানে আসা পর্যটকরা প্রকৃতির মাঝে থেকেই প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন৷
নতুনরূপ দিতে তাই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের তরফে তৈরী করা হচ্ছে দু’টি ‘ট্রি হাউস’, দু’টি সুদৃশ্য ‘কটেজ’ ও দু’টি ‘সুইস টেন্ট’৷ গাছের উপরে তৈরী বাড়ি ‘ট্রি হাউস’ নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এখানে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে৷ আগামী এক মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বাঁকুড়ার রানি মুকুটমনিপুর-সহ ঝিলিমিলি-সুতানে ক্রমশ বাড়ছে পর্যটকের সংখ্যা৷ আর ঠিক সেই কারণেই এই এলাকায় আরও বেশি পর্যটক টানতে ইকো-ট্যুরিজম প্রকল্পে জোর দিচ্ছে রাজ্য সরকার৷ মুকুটমনিপুরে আসা পর্যটকরা একই সঙ্গে এখানে এসেও ছুটির আনন্দ নিতে পারবেন৷
Be the first to comment