‘পার্টি পপার্সের’ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক। জন্মদিন, বিয়ে, পার্টি, যে কোনও অনুষ্ঠানে এটির ব্যবহার সর্বত্রই দেখা যায়। চোঙার মতো একটি টিউবের সুতো ধরে টান দিলেই হালকা বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে বিভিন্ন আকৃতির, রঙবেরঙের কাগজ, প্লাস্টিকের টুকরো, জরির গুঁড়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। এটাই হল ‘পার্টি পপার্স’। বিশেষজ্ঞদের মতে, এতে বিভিন্ন আকারের প্লাস্টিকের টুকরো ছাড়াও একাধিক ধাতু এবং রাসায়নিক থাকে। লাল ফসফরাস, পটাসিয়াম ক্লোরেট এবং পটাসিয়াম পারক্লোরেটের মতো একাধিক রাসায়নিকও থাকে। যা শিশুদের শ্বাসনালী বা খাবারের মাধ্যমে পেটে গিয়ে বিষক্রিয়া ঘটানোর আশঙ্কা বাড়ায়। ফল মারাত্মকও হতে পারে। সে কারণেই এই মজার এটিকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। পরিবেশেরও দূষণ ঘটায়। তবে যেসবে পপার্সগুলিতে শুধুমাত্র কাগজের টুকরো থাকে সেগুলো ব্যবহারের ওপরে কোনও নিষেধাজ্ঞা নেই।
Be the first to comment