আমি সত্যিই বিস্মিত ও মর্মাহত যে ছোট ছোট ভাই বোনেরা অহেতুক হাসপাতালগুলো পরিষেবা কর্মবিরতি পালন করে রোগীদের বিপদগ্রস্ত করছে তারা কি একবারও ভেবে দেখবে না যে তাদের উপর মানুষের সেবার দায়িত্ব আছে যেমন প্রশাসনের দায়িত্ব আছে রোগী ও হাসপাতালে যুক্ত সকলের কিভাবে নিরাপত্তা রক্ষা করা যায় তা দেখা আজকের এই অচল আয়তন ডাক্তারদের দাবি যদি হতো তাহলে বুঝতে কষ্ট হতো না কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের এই কর্মবিরতির পেছনে কারো কারো অভিসন্ধি আছে তার যথেষ্ট প্রমাণ আমার হাতে আছে আন্দোলনকারীরা কি করে অবিশ্বাস করছেন রাজ্যের সংবাদ মাধ্যমকে না হলে অযথা শর্ত দিয়ে জাতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষী রাখতে চাচ্ছেন কেন কিসের প্রয়োজনে তাদের দাবি যথেষ্ট ধৈর্য সহকারে রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসন সমাধানের পথে পদক্ষেপ নিয়েছেন এরপরেও অযথা একটার পর একটা সত্য দিয়ে মুখ্যমন্ত্রীর পদটিকে অসম্মান করছেন কেন প্রশাসন এগিয়ে এসে যখন তাদের মূল বিষয় গুলি সমাধান করেছেন তখন তাদের রোগীদের কথা চিন্তা করে মানবিক দৃষ্টি ভঙ্গিতে অবিলম্বে কর্মবিরতি তুলে কাজে যোগ দেয়ার আহ্বান জানাই বারবার শর্ত চাপিয়ে মানুষের সহানুভূতি থেকে বঞ্চিত হবেন না শুভবুদ্ধি আপনাদের মধ্যে উদয় হোক মানুষ পাশে থাকবে’ মানুষকে অসুবিধে তে পেলে শর্ত চাপিয়ে অযথা সময় নষ্ট করবেন না
- Partha Chatterjee..
Be the first to comment