পিএনবি জালিয়াতির ঘটনায় গ্রেফতার আরও ৪

Spread the love

পিএনবি জালিয়াতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেপ্তার করল সিবিআইতার মধ্যে একজন অডিটর, দুজন নীরব মোদীর জুয়েলারি সংস্থার কর্মী ও একজন গীতাঞ্জলি গ্রুপের ডিরেক্টর। সিবিআই সূত্রে খবর, প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জালিয়াতির সঙ্গে যুক্ত। তবে সিবিআই সূত্রে খবর, ধৃত কর্মীদের মধ্যে অ্যাডিশনাল জেনেরাল ম্যানেজার মণীশ কে বোসামিয়া, সংস্থার ফিন্যান্স ম্যানেজার মিতেন অনিল পান্ডার বিরুদ্ধে লেটার অফ আন্ডারস্ট্যান্ডিং জমা দেওয়ায় অভিযোগ রয়েছে। এছাড়া মুম্বইয়ের একটি সি এ ফার্ম-এর অংশীদার সঞ্জয় রামভিয়া ও এম এস গিল ইন্ডিয়া লিমিটেডের তৎকালীন ডিরেক্টর অনিয়থ শিব রমন নায়ারও এই জালিয়াতিতে যুক্ত বলে সিবিআই সূত্রে খবর।

উল্লেখ্য, ১ মার্চ পিএনবির প্রাক্তন চিফ অডিটর বিষ্ণুব্রত মিশ্রকে গ্রেপ্তার করে সিবিআই১৪ মার্চ পর্যন্ত তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*