পুজোর আগে রাজ্যের কৃষক ও মৎসজীবীদের অগ্রিম পেনশন- ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

কদিন বাদেই দুর্গাপুজো। আর এই পুজোর আগেই কৃষক ও মৎস্যজীবীদের পেনশন দেবে রাজ্য সরকার, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এমনিতেই করোনা ও আমফানের জেরে কৃষকদের বেহাল দশা। তাই তাঁদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নতুন বছরের শুরুতেই কৃষকদের কথা ভেবে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছিল বাংলায়। এবার নতুন করে কৃষক ও মৎস্যজীবীদের জন্য ২০০০ টাকা করে পেনশনের কথা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এর আগেও প্রায় ৭২ লক্ষ কৃষক রাজ্য সরকারের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধার আওতাভুক্ত হয়েছিলেন।

গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি টুইটে বলা হয়, ‘কৃষক ও মৎস্যজীবীরা বাংলার অর্থনীতির মেরুদণ্ড। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার এক মানবিক ঘোষণার মাধ্যমে জানিয়েছেন যে কৃষক এবং মৎস্যজীবীদের দুর্গা পুজোর আগেই এই অগ্রিম ২০০০ টাকা পেনশন দেওয়া হবে। এতে উৎসবের মরসুমে হাসি ফুটবে সকলের মুখে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*