প্রতি বছর পুজোর সময়ে বাংলা ছবি ভিড় করে আসে দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে। এবারের সেই নিয়মে ঘাটতি হয়নি। দেব প্রযোজিত ‘পাসওয়ার্ড’, অরিন্দম শীলের ‘মিতিন মাসি’, সায়ন্তন ঘোষালের ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামী। কিন্তু সিনেমাহল না পাওয়ার বরাবরের অভিযোগ এড়ানো গেলনা এবারেও। পুজোয় উপেক্ষিত বাংলা ছবি। জায়গা করে নিচ্ছে হিন্দি ছবি, বাংলাতেই প্রাইম টাইমে শো পাচ্ছে না দেব-কোয়েলদের ছবি। এবার সেই বিষয়েই নয়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, ২ অক্টোবর এই চারটি বাংলা ছবির সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘ওয়ার’ এবং ‘নরসিংহ রেড্ডি’। অভিযোগ বেশিরভাগ প্রাইমটাইম দখল করে নিচ্ছে এই দুটি ছবিই। ফলে চারটে বাংলা ছবিকে মানিয়ে নিয়ে হচ্ছে বাকি সময়ে। এই পরিস্থিতির সমাধান করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন দেব, অরিন্দম শীলরা। সেই কারণেই পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
সংবাদমাধ্যমে অভিনেতা-প্রযোজক দেব বলেছেন, এটাই বোঝাতে পারছিনা আমাদেরও সমান প্রাধান্য দিন। এবারে যে চারটি বাংলা ছবি আসছে প্রতিটাই গুরুত্বপূর্ণ। বাংলা ছবির উত্থানের জন্য তো লড়াই করছি। এই সময় তারা পাশে থাকবেন না। এই মর্মে বুধবার একটি টুইটও করেন দেব।
বৃহস্পতিবারের পাওয়া খবরে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে ভারতের মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে চিঠি পাঠাবেন তারা। যাতে পুজোয় বাংলা ছবিকে প্রাইম টাইমে দেওয়া হয়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে সিনেমা হলে ছবিগুলো যাতে মুক্তি পায় সেদিকটাও দেখবেন তারা।
Be the first to comment